1. ক্ষুদ্রতম দেশ পৃথিবীর কোনটি ?
A. ভ্যাটিকান সিটি
B. ভুটান
C. মালদ্বীপ
D.উগান্ডা
Ans-A. ভ্যাটিকান সিটি |
2. নিম্নের কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকট অবস্থিত?
A. শনি
B. শুক্র
C. মঙ্গল
D.বুধ
Ans-D. বুধ
3.কোন গ্যাস বনস্পতি তৈরিতে ব্যবহার করা হয়?
A. হাইড্রোজেন
B. কার্বন ডাই অক্সাইড
C.অক্সিজেন
D. নাইট্রোজেন
Ans-.A. হাইড্রোজেন
4. অ্যালুমিনিয়াম এর প্রধান আকরিকের কি?
A. হেমাটাইট
B. ক্রাওলাইট
C.হেমাটাইট
D.বক্সাইট
Ans-D. বক্সাইট
5. কৃত্তিম রেশম কি থেকে তৈরি হয়?
A. কাঠ
B. কৃত্তিম ফাইবার
C.উল
D. ফ্লোয়েম ফাইবার
Ans-B. কৃত্তিম ফাইবার
6. মানবদেহে কতগুলি ক্রোমোসোম থাকে?
A. 46 টি
B. 24 টি
C. 36 টি
D. 12 টি
Ans-A. 46 টি
7. নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস?
A. নাইট্রোজেন গ্যাস
B. কার্বন ডাই অক্সাইড
C. ওজন গ্যাস
D. অক্সিজেন
Ans-B. কার্বন ডাই অক্সাইড
8.কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কোলকাতার যোগাযোগ স্থাপন করেছে-
(A) জাতীয় সড়ক -32
(B) জাতীয় সড়ক -02
(C) জাতীয় সড়ক -06
(D) জাতীয় সড়ক -35
Ans- (D) জাতীয় সড়ক NH-35
9. Computer প্রোগ্রামের ত্রুটিকে (Fault) বলা হয়-
(A) স্প্যাম্প
(B) বাগস্
(C) ভাইরাস
(D) ফোলিস
Ans- (B) বাগস্
10.কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ আছে?
(A) নীলদর্পন
(B) আনন্দমঠ
(C) নীলদর্শন
(D) 76 এর মন্বন্তর-এ
Ans-(A) নীলদর্পন গ্রন্থে ।