মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরি, আবেদন পদ্ধতি দেখেনিন

Reserve Bank of India Office Attendant Recruitment 2021.

আপনি কি মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন ?,  আপনার জন্য খুশির খবর, ব্যাংকে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ সুযোগ।  কিভাবে আবেদন করবেন ? জেনেনিন, বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। 
মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা গোটা দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থীই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

Reserve Bank of India Office Attendant Recruitment 2021

Reserve Bank of India Office Attendant Recruitment 2021

Reserve Bank of India invites applications from eligible candidates for 841 posts of “Office
Attendant” in various offices of the Bank.

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : পদের নাম

অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant).

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : মোট শূন্যপদ

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মোট শূন্যপদের সংখ্যা 841 টি। যাদের মধ্যে জেনারেল- 454, EWS- 76, OBC- 211, ST- 75, SC- 25. 
বিস্তারিতভাবে শূন্যপদের তথ্য নিচে দেওয়া হল
Reserve Bank of India Office Attendant Recruitment 2021

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিস অ্যাটেনডেন্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে। WBBSE অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকার অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : বয়স সীমা

অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant) পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01/02/2021 তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা (যেমন- SC/ ST/ OBC/ PWD/ Ex-servicemen) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে দুটি ধাপে। 1. Online Test, 2. Language Proficiency Test (LPT), পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে LPT বাংলা ভাষায় হবে।

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 24 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, 2021 তারিখ পর্যন্ত। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোর হতে হবে 4.5 cm × 3.5 cm, ফটোর সাইজ হবে 20- 50 KB -এর মধ্যে। পাশাপাশি একটি সাদা কাগজে কালো কালির বল পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size 10- 20 KB-এর‌ মধ্যে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফ্লো করুন।  

Reserve Bank of India Office Attendant Recruitment 2021 : আবেদন ফি

General/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে মোট Rs. 450/- টাকা। এবং SC/ ST/ PWD/ Ex-servicemen শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 50/- টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট : www.rbi.org.in
আবেদনপ্রত্র ডাউনলোড করতে ক্লিক করুন : Click Here
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন : Click Here

Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম ভাবে যুক্ত না। আপনারা আবেদন করার আগে অবশ্যই বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন এবং আপডেট দেখে আবেদন করুন। আমাদের কাজ আপনাদের সামনে তথ্য গুলো তুলে ধরা। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিত সবার সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.