Sardar Patel Scholarship এর ফরম ফিলাপ শুরু হয়েছিল 13th জুনে থেকে এবং ফরম ফিলাপ করার অন্তিম দিন ছিল 31June 2020, এই সময়ের মধ্যে যারা ফরম ফিলাপ করেছেন তাদের মধ্য থেকে কিছু ক্যান্ডিডেট কে সিলেক্ট করে নিয়েছে এই Scholarship, 31 জুন ফরম ফিলাপের শেষ দিন থাকলেও পরবর্তীতে তা 30 জুলাই পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তা 30 জুন এরপর আর ফিলাপ করা যাচ্ছে না। তার কারণ এই Scholarship জানিয়েছেন দ্বিতীয়বারের জন্য খুব শিগ্রই আবেদন পদ্ধতি শুরু হবে কিছুদিনের মধ্যেই।
ফার্স্ট যে লিস্ট বেরিয়েছে এই কলারশিপ এর সেই লিস্ট থেকে আপনার নাম আছে কি/না কিভাবে দেখবেন?
Go to This Website : Check
