SARDAR PATEL SCHOLARSHIP এর আবেদন করার জন্য আপনাদের যেতে হবে https://www.buddy4study.com/ এর ওয়েবসাইট এ। ওয়েবসাইট এর ফন্ট/হোম পেজ এই SARDAR PATEL SCHOLARSHIP এর Online Apply Link পাবেন। সেখানে ক্লিক করে বা ডাইরেক্ট Click Here এই লিংক এ ক্লিক করে SARDAR PATEL SCHOLARSHIP এর আবেদন করতে পারেন।
কিভাবে আবেদন করবেন স্টেপ বই স্টেপ ?
১. নির্ধারিত ওয়েবসাইট এ পৌঁছানোর পর ক্লিক করুন Apply Now অপসন এ।
২. Apply Now অপসন এ ক্লিক করার পর আপনার সামনে লগইন এবং রেজিস্টেশন করার জন্য অপসন পাবেন। প্রথমবারের জন্য আবেদন করার জন্য Don't have an account?Register এই অপসন এ ক্লিক করে রেজিস্টেশন করতে হবে।
৩. Don't have an account?Register এই অপসন এ ক্লিক করার পর আপনার সামনে রেজিস্টেশন পেজ ওপেন হবে। এখানে facebook, google একাউন্ট দিয়ে রেজিস্টেশন করতে পারেন অথবা ম্যানুয়াল ভাবে সমস্ত ডিটেলস দেওয়ার পর রেজিস্টার অপসন এ ক্লিক করলেই রেজিস্টেশন কমপ্লিট হয়ে যাবে।রেজিস্টেশন করার সময় মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যা দিবেন তাদিয়ে লগইন করতে পারবেন।

৪. লগইন করার পর রাইট সাইড এ START APPLICATION এর উপরে ক্লিক করুন।
৫. NEXT পেজ এ PERSONAL DETAILS এ *মার্ক গুলো Fill Up করতে হবে। PERSONAL DETAILS এর পর EDUCATION DETAILS
FAMILY MEMBER DETAILS
DOCUMENTS
BANK DETAIL দেওয়ার পর চেক বক্স এ ক্লিক করে সাবমিটেড করুন।
→ আবেদন করার অন্তিম দিন 30-09-2020
→Eligibility and Benefits
*** বিস্তারিত জানতে ওয়েবসাইট এ ভিজিট করুন। এই স্কলারশিপ এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা শুধু আপনাদের ওয়েবসাইট এবং নিউস পেপার থেকে পাওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আবেদন করার আগে অবশই https://www.buddy4study.com/ এই ওয়েবসাইট এ ভিজিট করে সত্যতা যাচাই করেনিন।