অতি গুরুপ্তপূর্ণ কয়েকটি প্রশ্ন ও তার উত্তর

(১) কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি?


(ক) থর

(খ) সাহারা 

(গ) গোবি

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ সাহারা


(২) উচ্চত্তম হ্রদ পৃথিবীর মধ্যে কোনটি?


(ক) চিল্কা 

(খ) টিটিকাকা  

(গ) বৈকাল

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ  টিটিকাকা


(৩) বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?


(ক) শ্রীলঙ্কা

(খ) গ্রিনল্যান্ড

(গ) মালদ্বীপ

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ গ্রিনল্যান্ড


(৪) পৃথিবীর বৃহত্তম  মিষ্টি জলের হ্রদ কোনটি?


(ক) সুপিরিয়র হ্রদ

(খ)কাস্পিয়ান সাগর

 (গ) উলার হ্রদ

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ সুপিরিয়র হ্রদ


(৫)পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত  কোনটি?


(ক) গুয়েইরা

(খ) নায়াগ্রা

(গ ) গুয়েইরা

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ গুয়েইরা


(৬) কাবেরী নদীর উৎপত্তি স্থল কোনটি?


(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) মহাবালেশ্বর

(গ) ব্রহ্মগিরি

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ব্রহ্মগিরি



(৭)  সুবর্ণরেখার উৎপত্তি স্থল কোনটি?  


(ক) ছোটনাগপুর মালভূমি 

(খ) গঙ্গোত্রী

(গ) আনাসাগর

(ঘ) উপরের কোনটাই নয়


(৮)  মাহী নদী টির  উৎপত্তি স্থল কোথায় ?


(ক) বিন্ধ্য পর্বত 

(খ) ছোটনাগপুর মালভূমি

(গ) মহাবালেশ্বর

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ  বিন্ধ্য পর্বত 


(৯)  কোথায় গঙ্গা নদীর উৎপত্তি স্থল ?


(ক) আনাসাগর

(খ) ব্রহ্মগিরি

(গ) গঙ্গোত্রী 

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  গঙ্গোত্রী 



(১০) আনাসাগর হ্রদ থেকে  কোন নদীটি উৎপত্তি হয়েছে?


(ক) তিস্তা

(খ) লুনী

(গ)নর্মদা 

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ লুনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.