জেনে রাখা ভালো কয়েকটি গুরুপ্তপূর্ণ প্রশ্ন ও তার উত্তর

(১) বেলুন কে আবিষ্কার করেন?


(ক) জন ওয়াকার

(খ) মাইকেল ফ্যারাডে

(গ) জন হ্যারিসেন  

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ মাইকেল ফ্যারাডে


(২) কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন?


(ক) এডিসন  

(খ) অ্যাডলফ ই ফিক  

(গ) জন ওয়াকার

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ অ্যাডলফ ই ফিক


(৩) ব্যারোমিটারের  আবিস্কর্তা  কে ?


(ক) টরিসেলি  

(খ) গ্রাহাম বেল

(গ) গ্যালিলিও  

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ টরিসেলি


(৪) কে  বৈদ্যুতিক বাল্ব  আবিষ্কার করেন?


(ক) নীচের কোনটাই নয়

(খ) টমাস এডিসন  

(গ) গ্রাহাম বেল

(ঘ)  স্টিফেনসন


উত্তরঃ টমাস এডিসন


(৫) সাবমেরিন এর  আবিস্কর্তা কে ছিলেন ?


(ক) গ্রাহাম বেল 

(খ) হ্যারিসন  

(গ) জন হল্যান্ড  

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ গ্রাহাম বেল


(৬) কে স্টিম ইঞ্জিন  আবিষ্কার করেন?


(ক) টমাস সেন্ট

(খ) গ্রাহাম বেল

(গ) জেমস ওয়াট

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ জেমস ওয়াট 


(৭) প্রথম উপরাষ্ট্রপতি স্বাধীন ভারতের  কে ছিলেন ?


(ক) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

(খ) ডঃ ভি ভি গিরি

(গ) জি এস পাঠক

(ঘ) ডঃ জাকির হোসেন


উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


(৮) স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?


(ক) ডঃ নগেন্দ্র সিংহ

(খ) সুকুমার সেন

(গ) টি স্বামীনাথণ

(ঘ) আর কে ত্রিবেদী

উত্তরঃ সুকুমার সেন


(৯) স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?


(ক) বি পি সিনহা

(খ) এ এন রায়

(গ) হীরালাল জে কানাইয়া

(ঘ) পি এন ভগবতী


উত্তরঃ হীরালাল জে কানাইয়া


(১০) প্রথম ভারতরত্নে ভূষিত হয়েছিলেন কোন ভারতীয় মহিলা ?


(ক) ইন্দিরা গান্ধী

(খ) মাদার টেরেসা

(গ) শুভালক্ষ্মী

(ঘ) কেউই নয়


উত্তরঃ ইন্দিরা গান্ধী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.