রেলে শূন্যপদ ১,৪০,০০০ প্রার্থী নিয়োগের পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে

রেলওয়ে  রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত আরআরবি পপুলার এবং গ্রুপ -ডি পদের প্রার্থী নিয়োগের পরীক্ষা চলমান বছরের 


১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানালেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর কার্য নির্বাহী পদকর্তা অর্থাৎ বোর্ড এর চেয়ারম্যান বিনোদ দুয়া ।এন টি পি সি পরীক্ষা (Cen 01/2019) এবং আর আর বি গ্রুপ -ডি  পরীক্ষার ( RRB Cen 01/2019 Level 1 Posts)  এদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যথাক্রমে ২০১৯ এর ২৮ ফেব্রুয়ারী  এবং ১২ মার্চ । কিন্ত্ত প্রথমে পরীক্ষা কেন্দ্রে নির্বাচন করা নিয়ে কিছু সমস্যার সম্মুখীন এবং পরবর্তী কালে বিশ্বের ও দেশের যে অতিমারী মারণ  ভাইরাস  করোনা-র জেরে পরীক্ষা নেওয়া যায়নি ।তথাকথিত আর আর বি চেয়ারম্যান এর বক্তব্য টুইটারে আপলোড করে কেন্দ্রীয়  রেলমন্ত্র্রী পীযূষ গোয়েল ও জানিয়েছেন,  সমস্ত প্রার্থীদের আবেদন পত্র  যাচাইয়ের কাল সুসম্পন্ন হয়েছে ।তাই চলমান বছরের ১৫ ডিসেম্বর থেকেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওই পরীক্ষা নেবে ।বিনোদ দুয়া  জানান যে এই পরীক্ষার সমস্ত সময়সূচি পরে আরও বিশদে জানানো হবে ।পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক ।


এন টি পি সি-র উচ্চ মাধ্যমিক  যোগ্যতার ঘোষিত মোট শূন্যপদ হল ১০,৬২৮ জন , স্নাতক যোগতাই শূন্যপদ ২৪,৬৪৯ জন অন্য দিকে গ্রুপ -ডি লেভেল-১ পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ হল ১,০০,০০০-র ও বেশী ।সব কটি পদ মিলিয়ে মোট শূন্যপদ হল ১,৪০,.০০০ জন ।সবকটি শুন্য পদের পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর ।রেলওয়ে বোর্ডের চেযারম্যান বিনোদ দুয়ে জানিয়েছেন মোট আবেদন পত্র জমা পড়েছে ২.৪২ কোটি ।এছাড়া মিনিস্টারিয়েল পোস্ট এর জন্য ১,০০০ জন (বিজ্ঞপ্তি নম্বর CEN 03/2019) শূন্যপদ ঘোষণা করা হয়েছিল ।ঐ সমস্ত পদগুলির নিয়োগের পরীক্ষাও ওই সময়কালে নেওয়া হবে ।




Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম যুক্ত না। আপনারা আবেদন করার আগে অব্শ্যই বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। বিস্তারিত জানতে আপনার অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন।  আমরা শুধুমাত্র আপনাদের সামনে নিউজপেপার এবং কিছু সূত্র থেকে থেকে পাওয়া সংবাদ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন আপনাকে অসংখ ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিতির সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন।               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.