শুরু হল RRB NTPC আবেদনের স্টেটাস চেকিং

RRB NTPC
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের  নির্দেশে সব NTPC আবেদন কারী প্রার্থী দের  উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা আপনাদের নিজ নিজ NTPC আবেদন  স্ট্যাটাস  দেখে নিন ।  এবং আপনাদের আবেদনের অবস্থান যাচাই করে নিন । 

আপনাদের সুবিধার্থে  আমাদের ওয়েব সাইট পেজ  টি তুলে ধরেছে NTPC আবেদনের স্ট্যাটাস দেখবার জন্য রেলওয়ে বোর্ড কর্তৃক  এই লিঙ্কটি  https://bengaluru.rrbonlinereg.co.in/


  আবেদনের স্ট্যাটাসটি দেখবেন কী ভাবে তা নিচে দেওয়া হল 
  • প্রথমে এই  https://bengaluru.rrbonlinereg.co.in/status.html লিঙ্কটি  লিখুন।
  • তারপর আপনার শহর নির্বাচন করুন। 
  • তারপর রেজিস্ট্রেশন নাম্বার ও জন্মতিথি এবং সব শেষে ক্যাপচা কোড                                                         লিখুন ।
  • যদি আপনার সব কিছু সঠিক আছে তাহলে স্ট্যাটাসটি দেখা যাবে সম্পূর্ণ                                                         হয়েছে  আর যদি ভুল থাকে তাহলে রিজেক্ট লেখা স্ক্র্রিন এ দেখাবে ।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.