বেসিক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর জেনে নিন এক নজরে


(১) গোয়ার শহরের রাজধানীর নাম কি?

(ক) কোহিমা

(খ) রায়পুর

(গ) ইটানগর

(ঘ) পানাজী

উত্তরঃ পানাজী


(২) তামিলনাড়ুর রাজধানীর নাম কি?

(ক) গ্যাংটক

(খ) দেরাদুন

(গ)  চেন্নাই

(ঘ) ইম্ফল

উত্তরঃ চেন্নাই


(৩) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

(ক) কোলকাতা

(খ) চেন্নাই

(গ) দেরাদুন

(ঘ) কটক 

উত্তরঃ কোলকাতা


(৪) CIA কোথাকার ডিটেকটিভ এজেন্সী?

(ক) কানাডা

(খ) ইংল্যান্ড

(গ) অস্ট্রেলিয়া

(ঘ)  আমেরিকা

উত্তরঃ আমেরিকা


(৫) MSS কোথাকার ডিটেকটিভ এজেন্সী?

(ক) ভারত

(খ) ভূটান

(গ) চীন

(ঘ) জাপান

উত্তরঃ চীন


(৬) কোথায়  চেন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত?

(ক) কটক

(খ) ভোপাল 

(গ) পাটনা  

(ঘ) ব্যাঙ্গালোর  

উত্তরঃ ব্যাঙ্গালোর


(৭) কোথাকার স্টেডিয়াম লাল বাহাদুর শাস্ত্রী?

(ক) আমেদাবাদ

(খ) দিল্লী

(গ) কানপুর

(ঘ) হায়দ্রাবাদ

উত্তরঃ হায়দ্রাবাদ


(৮)  “চাপ্পেলী” কোথাকার লোকনৃত্য?

(ক) মণিপুর

(খ) উত্তরপ্রদেশ

(গ) গুজরাট

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  উত্তরপ্রদেশ


 (৯) কোন রাজ্যের লোকনৃত্য “গড়বা” ?

(ক) মধ্যপ্রদেশ

(খ) গুজরাট

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  গুজরাট


(১০) “ভাংড়া” কোথাকার লোকনৃত্য?

(ক) বিহার

(খ) পাঞ্জাব

(গ) কর্ণাটক

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  পাঞ্জাব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.