পদের নাম : ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক
পোস্টের তারিখ : 22-02-2022
মোট শূন্যপদ : কয়েক হাজার
সংক্ষিপ্ত তথ্য : আই. বি. পি. এস. ২০২০-২০২৩ সেশনের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট, পবেশনারি অফিসার, স্পেশাল অফিসার ও ক্লার্ক পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেবে। যে সকল প্রার্থীরা শূন্যপদের বিশদ বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সমস্ত তথ্য দেখে তারপর আবেদন করুন।
যোগ্যতা
প্রার্থীর যেকোনো শাখায় ডিগ্রি থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন।
বিভিন্ন পদে বিভিন্ন রকমের যোগ্যতার প্রয়োজন
ক্ল্যারিক্যাল ক্যাডার : প্রার্থীর যেকোনো শাখায় ডিগ্রি থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেশন / ল্যাঙ্গোয়েজের সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি কোর্স পাশ হতে হবে। স্কুল / কলেজ / ইনস্টিটউটে কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি / ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ না থাকলেও হবে। যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি (অফিসিয়াল) ভাষা পড়তে / লিখতে ও বলতে পৰ দরকার।
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) : যেকোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাঙ্কের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার মত জ্ঞান থাকতে হবে।
অফিসার স্কেল - I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) : যেকোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজেবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বিষয়ের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
অফিসার স্কেল - II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) (ম্যানেজার) : ৫০% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
(৩) প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি : যেকোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়স সীমা (01-02-2022 অনুযায়ী)
ন্যূনতম বয়স সীমা: 20 বছরসর্বোচ্চ বয়স সীমা: 28(২৮) বছর
প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা: ৩০ বছর
নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
গুরুত্বপূর্ন তারিখগুলো
অনলাইনে আবেদন করার শুরুর তারিখ এবং ফি প্রদান: এখনো প্রকাশিত হয়নি (পরীক্ষার তিনমাস আগে প্রকাশিত হতে পারে)
অনলাইন পরীক্ষার তারিখ: পিলিমিলারি ২৪ ও ৩১ শে ডিসেম্বর। সফল প্রার্থীদের মেন পরীক্ষা হবে ২৯ শে জানুয়ারী।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট টি লক্ষ রাখুন।
Official Website : https://www.ibps.in/