মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে

পদের নাম : Scouts & Guides Quota (Level-1 & Level-2)

পোস্টের তারিখ : 10/12/2022

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে

সংক্ষিপ্ত তথ্য :  উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীরা শূন্যপদের বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সমস্ত তথ্য দেখে তারপর আবেদন করুন। 

বয়স

Scouts & Guides Quota (Level-1) : প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৩ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

Scouts & Guides Quota (Level-2) : প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আরও বয়সের বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।

যোগ্যতা

Scouts & Guides Quota (Level-1) : মাধ্যমিক পাশ সহ ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।

Scouts & Guides Quota (Level-2) : উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফী

আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ও ST/ SC/ ESM/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।  

শূন্যপদের বিন্যাস

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমারের অন্তর্গত মগরাহাট-১ নং ব্লকের পায়রাচালী উপসাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Recruitment Section, Principal Cheif Personal Officer’s Office, Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati.

আবেদনের শেষ তারিখ- ৩ জানুয়ারী , ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.