Railway RRC Group- D: রেলওয়ে গ্রুপ- ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অনলাইনে আবেদন শুরু
পদের নাম : RRC Group - D
POST DATE : 02-02-2025
UPDATE : 02-02-2023
সংক্ষিপ্ত তথ্য :ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য গ্রুপ- ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সংস্থার পক্ষ থেকে শূন্যপদ এবং অন্যান্য যাবতীয় তথ্য জানানো হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকের এতদিন ধরে অপেক্ষা করে আসছেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হল। চাকরিপ্রার্থীদের জন্য নূন্যতম যোগ্যতায় এখানে আবেদনের সুযোগ রয়েছে। সংস্থার পক্ষ থেকে কী কী জানানো হল, জেনে নিন আজকের প্রতিবেদন থেকে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র Railway র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন (নীচে দেওয়া লিঙ্কটি দেখুন)। বিজ্ঞাপন নম্বর: 08/2024 । শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণ, সংক্ষেপে নিচে দেওয়া হল — আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়তে হবে-
বয়স (As on 31-10-2023)
বয়স সীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্ব সীমায় নির্ধারিত ছাড় পেয়ে যাবেন। বয়সের ছাড়ের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন.
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা- এখানে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি ITI পাশ যোগ্যতাতেও চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পদের নাম ও বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ুন।
শূন্যপদের বিন্যাস
মোট শূন্য পদের সংখ্যা- ৩২,৪৩৮ টি।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Pointsman-B | 5058 |
Assistant (Track Machine) | 799 |
Assistant (Bridge) | 301 |
Track Maintainer Gr. IV | 13187 |
Assistant P-Way | 257 |
Assistant (C&W) | 2587 |
Assistant TRD | 1381 |
Assistant (S&T) | 2012 |
Assistant Loco Shed (Diesel) | 420 |
Assistant Loco Shed (Electrical) | 950 |
Assistant Operations (Electrical) | 744 |
Assistant TL &AC | 1041 |
Assistant TL & AC (Workshop) | 624 |
Assistant (Workshop) (Mech) | 3077 |
মোট শূন্যপদের সংখ্যা | 32,438 |
আরওশূন্যপদের বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম 7 CPC র অন্তর্গত Pay Level 1 অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে নূন্যতম ১৮,০০০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা।
আবেদন পদ্ধতি
প্রার্থীরা নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা তারা শেষ তারিখের আগে www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখগুলো
- Start Date –23-01-2025
- Last Date – 22/02/2025
- Date & time for Modification window for corrections in application form: 25-02-2025 to 06-03-2025
- Online Fee Payment 23/01/2025 to 22/02/2025
- Exam Date – Notify Later
- Official Website : www.rrbapply.gov.in
- Official Notification : Click Here
- apply Online — Click Here