কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে কয়েক লাখ শূন্যপদ, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক


    দেশে করোনার আবহের  সময় যে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রক সূত্র দ্বারা এই সুবিশাল শূন্যপদের খবর  তাতে অনেক চাকরি           প্রার্থীর মনে এক নতুন অনুভূতির আবির্ভাব স্ফুটিত হবে ।
 
 কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, BSF এবং CRPF-এর মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীতে (CAPF) এক লক্ষেরও বেশি পদ শূন্য রয়েছে। অবসর, পদত্যাগ ও মৃত্যুর কারণে এই শূন্যপদগুলি তৈরি হয়েছে। সোমবার রাজ্য সভাকে এই তথ্য জানানো হল।
বর্তমানে, কনস্টেবলের ৬০,২১০ টি পদ, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উপ-পরিদর্শক পদে ২,৫৩৪ পদ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী কমান্ড্যান্টদের ৩৩০ টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

    এক নজরে জেনে নিন কোন পদে  কত  শূন্যপদ :- 

     .  BSF-এ (বর্ডার সিকিউরিটি ফোর্স )  শূন্যপদ রয়েছে ২৮,৯২6 জন ।
    
     CRPF (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স )-এ   ২৬,৫০৬ জন ।

    .   CISF (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ) -এ  ২৩,৯০৬ জন ।

   .   SSB ( সশস্ত্র সীমা  বল ) -এ  ১৮,৬৪৩ জন ।

  .   ITBP  (ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশে ) ৫,৭৮৪ জন ।.

   . Assam Rifles (অসম রাইফেলস ) -এ রয়েছে ৭,৩২৮ জন ।

   Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম যুক্ত না।  আপনারা আবেদন করার আগে অবশ্যই  বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন।আমরা শুধুমাত্র আপনাদের সামনে নিউজপেপার এবং কিছু সূত্র থেকে থেকে পাওয়া সংবাদ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য  আপনাকে অসংখ্য  ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিতির সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.