এক নজরে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর ।


(১) কে “জাম্বো” নামে পরিচিত?

(ক) মাইকেল হোল্ডিং

(খ) অনিল কুম্বলে

(গ) শচীন তেন্ডুলকার

(ঘ) কপিল দেব 

উত্তরঃ অনিল কুম্বলে 


(২)  “ভারতের তোতাপাখি” কাকে বলে ?

(ক)  আমীর খসরু  

(খ)  চেঙ্গিস খান

(গ)  হুসেন শাহ

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ আমীর খসরু


(৩)  “দেশপ্রাণ” নামে কে পরিচিত?

(ক) বসুবীরেন্দ্রনাথ শাসমল  

(খ) রাসবিহারী বসু

(গ) সুভাষ চন্দ্র

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ বীরেন্দ্রনাথ শাসমল  


(৪) “এশিয়ার আলো” কে ?

(ক) লালা লাজপত রায়  

(খ) গৌতম বুদ্ধ  

(গ) সূর্যসেন  

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  গৌতম বুদ্ধ  


(৫) “ভারতের রক্ষাকর্তা” বলা হয় কাকে?

(ক) স্কন্দগুপ্ত

(খ) মহাপদ্ম নন্দ

(গ) নহপান

(ঘ) হর্ষবর্ধন

উত্তরঃ স্কন্দগুপ্ত


 (৬) “রসরাজ” নামে কে পরিচিত ছিলেন  ?

(ক) মদনমোহন মালব্য

(খ) প্রফুল্ল চন্দ্র সেন

(গ) মহেন্দ্র বর্মণ

(ঘ) অমৃতলাল বসু

উত্তরঃ অমৃত লাল বসু


 (৭) ‘টেনিদা’ চরিত্রের স্রষ্টা কে?

(ক) সমরেশ বসু

(খ)  নারায়ণ গঙ্গোপাধ্যায়

(গ) বিমল মিত্র

(ঘ) প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়


(৮) নীচের চরিত্রগুলির মধ্যে কোনটি সত্যজিৎ রায়ের সৃষ্টি নয়?

(ক) ঘনাদা

(খ) ফেলুদা 

(গ) তোপসে

(ঘ) জটায়ু

উত্তরঃ ঘনাদা


 (৯) ‘গোরা’ চরিত্রের স্রষ্টা কে?

(ক) জীবনান্দ দাস

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) সুনীল গঙ্গোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


(১০) নীচের চরিত্রগুলির মধ্যে কোনটি বিভূতিভূষণের সৃষ্টি?

(ক) গোরা

(খ) কাকাবাবু

(গ) ভূতনাথ

(ঘ) অপু 

উত্তরঃ অপু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.