
(১) নীচের মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?
(ক)জল
(খ) শর্করা
(গ) ফ্যাট
(ঘ) খনিজ লবণ
উত্তরঃ শর্করা
(২) কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম?
(ক) নেফ্রিডিয়া
(খ) সিটা
(গ) ক্ষণ পদ
(ঘ) পা
উত্তরঃ সিটা
(৩) সুইসাইড ব্যাগ কোন কোষ অঙ্গানুকে বলা হয়?
(ক) রাইবোজোম
(খ) গলগি বডি
(গ) লাইসোজোম
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ লাইসোজোম
(৪) বার্ড ফ্লু ভাইরাসের কি নাম?
(ক) H1N1
(খ) N1N1
(গ) H5N1
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ H5N1
(৫) মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
(ক) অগ্নাশয়
(খ) পিটুইটারী
(গ) লিভার
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ লিভার
(৬) বেকিং পাউডারের রাসয়ানিক নাম কী ?
(ক) সোডিয়াম হাইড্রাক্সাইড
(খ) ক্যালসিয়াম কার্বোনেট
(গ) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড
(ঘ) সোডিয়াম বাই কার্বোনেট
উত্তরঃ সোডিয়াম বাই কার্বোনেট
(৭) ভারী জল আসলে কী ?
(ক) ডয়টোরিয়াম অক্সাইড
(খ) হাইড্রোজেন পারাক্সাইড
(গ) প্রোটিয়াম অক্সাইড
(ঘ) ট্রাইটিয়াম অক্সাইড
উত্তরঃ ডয়টোরিয়াম অক্সাইড
(৮) রোধের একক কী ?
(ক) কুলম্ব
(খ) ওয়াট
(গ) অ্যাম্পিয়ার
(ঘ) ওহম
উত্তরঃ ওহম
(৯) মরীচিকা আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে?
(ক) প্রতিসরণ
(খ) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(গ) বিচ্ছুরণ
(ঘ) আলোকের সরলরৈখিক গতি
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(১০) “দার্শনিক এর উল” কোনটিকে বলা হয়?
(ক) কিউপ্রিক অক্সাইড
(খ) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
(গ) জিঙ্ক অক্সাইড
(ঘ) ফেরিক অক্সাইড
উত্তরঃ জিঙ্ক অক্সাইড