বন্ সহায়ক পদের ইন্টারভিউ শুরু হয়েছে ।

পশ্চিম বঙ্গ  সরকারের বন্ বিভাগে যে ২০০০ জন শুনপদের বিগপ্তি বেরিয়েছিল তার ইন্টারভিউ শুরু হয়েছে নানান জেলাতে । এই পদের জন্য প্রায় ১৮ থেকে ২০ লক্ষ  দরখাস্ত জমা পড়েছে । 

বন্ দপ্তরের এক  মুখপাত্র মুখপাত্র জানান যে বন্ সহায়ক পদের জন্য কয়েকটি জেলায় নিদির্ষ্ট রেঞ্জ এ ইন্টারভিউ শুরু হয়েছে । মনোনীত প্রার্থীদের এস.এম.এস দ্বারা ইন্টারভিউতে ডাকা হচ্ছে ।আবার কিছু কিছু প্রার্থীদের সরাসরি ফোন করে ও ইন্টারভিউতে ডাকা হচ্ছে । কোনো কেনো জেলায় এক এক দিনে প্রায় ২০০০ জন প্রার্থীকেও ইন্টারভিউ তে ডেকে নেওয়া হচ্ছে ।যাদের এই ইন্টারভিউতে ডাকা হচ্ছে তাদের সবাইকে সোশ্যাল ডিস্টেন্স অবলম্বন মেনে চলতে হবে এবং অতি অবশ্যই মাস্ক পরে আসতে হবে ।না হলে সেন্টার থেকে বাইরে বের করে দেওয়া হবে । কারণ দেশে যে অতি মারি মারণ ভাইরাস করোনা র প্রকোপ চলছে তারই পেরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ তা জানিয়েছেন । যে সমস্ত প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে তাদের গেটে ডোকার আগে এস.এম.এস  ও ফোন কল দেখিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে ।আর তখনই প্রার্থীর নাম বললে তার রোল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ।

আর যে সমস্ত চাকরি প্রার্থীরা কল ও এস.এম.এস  পাইনি তারা হতাশ , কারণ তারা ভাবছেন যে তাদের ইন্টারভিউতে ডাকা হবে কি না ।তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সবাই ডাক পাবেন হতাশ হবার কিছুই নয় পর পর সবাইকে ডেকে নেওয়া হবে ।

প্রার্থী বাছায়ে-র  জন্য প্রথমে বাংলা হাতের লেখা পরীক্ষা করা হচ্ছে , তারপর দরখাস্ত করার সময় যে সব সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার যাবতীয় আসল দেখা হচ্ছে এছাড়াও লাগছে ৫ কপি ফটো ,ভোটার কার্ড ,আধার কার্ড , ইত্যাদি  দেখা হচ্ছে ।

তারপর বাংলা ও ইংরেজী পড়ার দক্ষতা দেখা হবে এবং সর্বশেষে ইন্টারভিউ এই ইন্টারভিউ তে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে বন্ দফতর থেকে প্রশ্ন আসছে ,ও জেলা সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে ।

প্রার্থী বাছাই পরীক্ষায় ১০০ নাম্বারের পার্সোনালিটি টেস্টে থাকছে বাংলা পড়ার জন্য ৩০ নম্বর ,বাংলা লেখার জন্য ৩০ নম্বর , ইংরেজি পড়ার জন্য ১০ নম্বর , জেনারেল নলেজ এর ২০নম্বর , ফরেস্টে কাজ করার জন্য পার্সোনালিটি ফিটনেস ১০ নম্বর ।

সমস্ত প্রার্থী দের উদ্দেশ্যে বলা হচ্ছে যে কাওকেও অফিসে যোগাযোগ করতে হবে না সবার কাছ ফোন কল  বা এস.এম.এস   যাবে ডাক পাবার জন্য ।

কোরানের প্রাক্কালে সবাই সুস্থ  থাকো অপর সুস্থ থাকার অনুরোধ করুন সোশ্যাল ডিস্টেন্স অবলম্বন করুন ও মাস্ক ব্যবহার করুন ।


Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম যুক্ত না।  আপনারা আবেদন করার আগে অবশ্যই  বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। প্রয়োজনে আপনার নিকট বন বিভাগ অফিস এ ভিজিট করুন।  আমরা শুধুমাত্র আপনাদের সামনে নিউজপেপার এবং কিছু সূত্র থেকে থেকে পাওয়া সংবাদ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন আপনাকে অসংখ ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিতির সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.