জেনে নিন আজকের কিছু বিশেষ বিশেষ প্রশ্ন ও তার উত্তর ।


  (১) কোন খেলার সাথে খৈতান ট্রফি  যুক্ত?

(ক) দাবা

(খ) কুস্তি

(গ) বক্সিং

(ঘ) তাস  

উত্তরঃ দাবা

  (২) অমৃত দিবান ট্রফি কোন খেলার সঙ্গে  যুক্ত?

(ক)  ব্যাটমিন্টন  

(খ) দাবা

(গ) ক্রিকেট

(ঘ) তীরন্দাজ 

উত্তরঃ ব্যাটমিন্টন

(৩)  কোন খেলার সাথে ভারত কেশরী কাপ যুক্ত?

(ক) টেবিল টেনিস

(খ) বিলিয়ার্ডস

(গ) ফুটবল 

(ঘ) কুস্তি

উত্তরঃ কুস্তি

(৪) আর্থার ওয়াকার কাপ কোন খেলায় যুক্ত?

(ক) বিলিয়ার্ডস

(খ) দাবা

(গ) কুস্তি

(ঘ) বোট রোয়িং

উত্তরঃ বিলিয়ার্ডস

 (৫) জাপানের রাজধানী শহর কোনটি ?

(ক) কিয়েভ

(খ) মস্কো

(গ) লন্ডন

(ঘ) টোকিও

উত্তরঃ টোকিও

আরও পড়ুন : বাংলায় অঙ্ক, বিজ্ঞান শেখাবেন শ্রেষ্ঠ শিক্ষকরা! সুযোগ নিয়ে এল জনপ্রিয় এই অ্যাপ জেনে নিন এই অ্যাপ-এর বিবরণ ।

(৬) ফ্রান্সের রাজধানীর কোনটি ?

(ক) প্যারিস

(খ) স্টকহোম

(গ) লিসবন

(ঘ) মস্কো 

উত্তরঃ  প্যারিস

 (৭) হন্ডুরাসের মুদ্রার নাম কি?

(ক) ডলার

(খ)  লেম্পিরা 

(গ) পেশো

(ঘ) রিয়াল  

উত্তরঃ লেম্পিরা

 (৮) “দ্য লাম্প অফ লাইফ”এটি  কার আত্মজীবনী?

(ক) গ্যারি সোবার্স

(খ)  রাসকিন বন্ড

(গ) ডেনিস লিলি

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ রাসকিন বন্ড

আরও পড়ুন : জেনে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর ।

(৯) কেন্দ্রীয় ধানের  গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) কোলকাতা

(খ) পাটনা

(গ) ভোপাল

(ঘ) কটক

উত্তরঃ কটক

(১০) মৃত্তিকার  গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) হরিণঘাটা

(খ) কোলকাতা

(গ) কটক

(ঘ) দেরাদুন

উত্তরঃ দেরাদুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.