মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি : Multi Tasking (Non-Technical) Staff (MTS) Recruitment 2021

Multi Tasking (Non-Technical) Staff (MTS) Recruitment 2021 : মাল্টিটাস্কিং স্টাফ বা MTS পদটি হলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক পাশে একটি মোটা বেতনের চাকরি। এই পরীক্ষাটি কেন্দ্রীয় সরকারের Staff Selection Commission আয়োজন করে থাকে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রতি বছরই প্রকাশিত হয়। প্রত্যেক বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এ বছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে অনেকটাই বিলম্ব হয়েছে।

SSC MTS RECRUITMENT

এ বছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিলম্ব হলেও চাকরিপ্রার্থীদের নিরাশ করেনি Staff Selection Commission. শেষ পর্যন্ত এদিন 5 ফেব্রুয়ারি, 2021 তারিখ স্টাফ সিলেকশন কমিশন SSC MTS Notification 2021 -এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোন পুরুষ মহিলা এই পদে আবেদন করতে পারবেন অন্তত মাধ্যমিক পাশ করে থাকলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। তাই পশ্চিমবঙ্গের প্রার্থীদের অন্য কোন রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে না।

Multi Tasking (Non-Technical) Staff (MTS)

2020- 21 সালের স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ বা MTS পদে কত শূন্য পদ রয়েছে, তা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। আগামী কিছুদিনের মধ্যেই শূন্যপদের বিন্যাস প্রকাশ করবে Staff Selection Commission.

Multi Tasking (Non-Technical) Staff (MTS) Age Limit (বয়স)

স্টাফ সিলেকশন কমিশনের Multi Tasking (Non-Technical) Staff (MTS) পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 January, 2021 তারিখের হিসাবে। SC/ ST/ OBC/ PWD/ ESM শ্রেণীভূক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

Multi Tasking (Non-Technical) Staff (MTS) Qualification (শিক্ষাগত যোগ্যতা)

SSC MTS পদে আবেদন করার জন্য অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতা হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন যোগ্য। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল এবং ভুটানের নাগরিকরাও শর্তসাপেক্ষে Multi Tasking (Non-Technical) Staff (MTS) স্টাফ পদে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে স্টাফ সিলেকশন কমিশনের অধিকাংশ পরীক্ষার পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেইমতো SSC MTS 2021 পরীক্ষার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও পরীক্ষা কেন্দ্র গুলির কোড গুলো হল - কলকাতা (4410), হুগলি (4418), আসানসোল (4417) এবং শিলিগুড়ি (4415)।

Important Dates

Application State             :  5 February, 2021
Application Close            :  21 March, 2021
Paper- I CBT Exam         :  1 July to 20 July, 2021


অফিসিয়াল নোটিফিকেশন :    Click Here
Apply অনলাইন  :                        Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :          https://ssc.nic.in/

Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম যুক্ত না। আপনারা আবেদন করার আগে অবশ্যই  বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিতির সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.