Institute of Health & family Welfare Group- D Recruitment 2021.
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
পোস্টের নাম (Name of the Post)
Institute of Health & Family Welfare কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম Group- D (Multi Tasking Staff/ MTS).
বয়স (Age Limit)
Institute of Health & Family Welfare Group- D/ MTS পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা (Qualification)
Institute of Health & Family Welfare Group- D (Multi Tasking Staff/ MTS) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল।
👉যেকোনো সরকারি প্রশিক্ষণ কেন্দ্র কিংবা লাইব্রেরীতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
👉ফটোকপি, ফ্যাক্স পাঠানো ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্বতি (Application Process)
Institute of Health & Family Welfare Group- D Post Application Process. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রের লিংক নিচে দেওয়া হল। অথবা Institute of Health & Family Welfare -এর অফিশিয়াল ওয়েবসাইট www.ihfwkolkata.org -তে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে Kolkata Institute of Health & Family Welfare অফিসের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর শেষ তারিখ 27 ফেব্রুয়ারি, 2021।
আবেদন করতে কি কি নথিপত্র এর প্রয়জন (Required Documents)
ডকুমেন্টস গুলি সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।👇
Institute of Health & Family Welfare Group- D/ Multi Tasking Staff পদে আবেদন করতে হলে, আবেদনপত্রের সাথে কি কি নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি নিচে দেওয়া হল -
👉Educational qualification certificate (শিক্ষাগত যোগ্যতা)
👉Age Proof (বয়সের প্রমাণপত্র)
👉Proof of Experience
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
The director, IHFW, 29, GN Block, Sector- V, Bidhannagar, Kolkata- 700 091.
অফিসিয়াল ওয়েবসাইট : www.ihfwkolkata.org
আবেদন পত্র ডাউনলোড করতে ক্লিক করুন : Click Here
Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম ভাবে যুক্ত না। আপনারা আবেদন করার আগে অবশ্যই বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন এবং আপডেট দেখে আবেদন করুন। আমাদের কাজ আপনাদের সামনে তথ্য গুলো তুলে ধরা। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিত সবার সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন।