Indian Navy : মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরি

ভারতীয় নৌবাহিনীতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে  Indian Navy বা ভারতীয় নৌবাহিনী। 1159 শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। Indian Navy Recruitment Notification 2021.

Indian Navy : Post Name (পদের নাম) :

ট্রেডসম্যান মেট (Tradesman Mate).

Indian Navy : Number of vacancies (শূন্যপদের সংখ্যা) :

ট্রেডসম্যান মেট (Tradesman Mate) পদে মোট শূন্যপদের সংখ্যা 1159 টি।

যাদের মধ্যে

ইস্টার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 710 টি (UR- 303, SC- 116, ST- 57, OBC- 163, EWS- 71),

ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 324 টি (UR- 133, SC- 48, ST- 24, OBC- 87, EWS- 32),

সাউদার্ন ন্যাভাল কমান্ড্যান্ডে শূন্যপদ 125 টি (UR- 57, SC- 16, ST- 2, OBC- 37, EWS- 13).

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি : Multi Tasking (Non-Technical) Staff (MTS) Recruitment 2021

Indian Navy : Education Qualification (শিক্ষাগত যোগ্যতা) :

Indian Navy Tradesman Mate পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে ITI কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন।

Indian Navy : Age (বয়স) :

আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। SC/ ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম আনুসারে।

Indian Navy : Application Fee (আবেদন ফি) :

General/ OBC/ EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে RS. 205/- টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে Online এর মাধ্যমে। SC/ ST/ PWD/ Ex-servicemen এবং মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি কর্মী নিয়োগ

Indian Navy : Application Process (আবেদন পদ্ধতি) :

অনলাইনের মাধম্যে আবেদন করতে হবে। www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 22 ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন করা যাচ্ছে। আবেদন করতে পারবেন 7 মার্চ, 2021 বিকেল পাঁচটা পর্যন্ত।

👉 অনলাইন আবেদন করার জন্য ক্লিক করুন : Apply Online


Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম ভাবে যুক্ত না। আপনারা আবেদন করার আগে অবশ্যই  বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন এবং আপডেট দেখে আবেদন করুন। আমাদের কাজ আপনাদের সামনে তথ্য গুলো তুলে ধরা।  আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিত সবার সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.