স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল জেনারেল ডিউটি (GD) পদে নিয়োগ পরীক্ষার ‘অ্যানসার কি’। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে লগ ইন করে প্রকাশিত ‘অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।
স্টাফ সিলেকশন কমিশন 24 মে 2022 থেকে 10 জুন 2022 পর্যন্ত SSC CHSL Tier I পরীক্ষা 2021 পরিচালনা করেছে ৷ সারা দেশে SSC CHSL Tier I 2021-এর জন্য বিপুল সংখ্যক প্রার্থী উপস্থিত হয়েছেন ৷ SSCCHSL উত্তরপত্র 2021-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষারত প্রার্থীরা এখন এই নিবন্ধে দেওয়া লিঙ্ক থেকে উত্তর কী চেক করতে পারেন । SSCCHSL উত্তর কী পিডিএফ ডাউনলোড করার সরাসরি লিঙ্কটি নিবন্ধে নীচে দেওয়া হয়েছে।
‘Answer Key’ দেখবেন কিভাবে?
১) SSC GD পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘অ্যানসার কি’ সেকশনে যেতে হবে।
৩) এবার পরীক্ষার অ্যানসার কি দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এরপর প্রয়োজনীয় ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
৫) এরপর Click Here অপসন এ ক্লিক করতে হবে।
৬) এসএসসি GD পরীক্ষার অ্যানসার কি স্ক্রিনে দেখতে পাবেন।
৭) সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
কমিশন জানিয়েছে, প্রকাশ পাওয়া অ্যানসার কি নিয়ে কোনোও আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জ জানানোর সময়সীমা ধার্য হয়েছে ১৮ই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে ২৫শে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত। সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০/- টাকার অর্থমূল্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
আমি কিভাবে SSC উত্তর কী চ্যালেঞ্জ করব?
১) আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করুন।
২) আপনার উত্তর কী পর্দায় প্রদর্শিত হবে এরপর উত্তর কী-এর উপরের ডানদিকে কোণায় দেওয়া “চ্যালেঞ্জেস”-এ ক্লিক করুন।
৩) প্রশ্নগুলি চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় ফি অর্থাৎ 100 টাকা প্রদান করুন।
৪) সঠিক উত্তরের সাথে আপনি যে প্রশ্ন আইডিটি চ্যালেঞ্জ করতে চান তা উল্লেখ করুন এবং প্রদত্ত বাক্সে আপনার চ্যালেঞ্জের একটি ব্যাখ্যা দিন।
৫) সব ডিটেলস দেওয়ার পর “জমা দিন” অপসন এ ক্লিক করুন।
প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (GD) পদের অন্তর্গত CAPFs, SSF, Refleman (GD) in Assam Rifles, ও Sepoy In NCB পরীক্ষা আয়োজিত হয়েছিল জানুয়ারির ১০ থেকে ফেব্রুয়ারির ১৩ তারিখের মধ্যে। আর এবার পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। এরপর চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশ করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।