কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে নার্স পদে নিয়োগ, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত
Employment No : H/05/KMC/2022-23
পদের নাম : Staff Nurse
পোস্টের তারিখ : 06/03/2023
সংক্ষিপ্ত তথ্য : রাজ্যের কলকাতা পৌরসভায় স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব প্রার্থীরা শূন্যপদের বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সমস্ত তথ্য দেখে তারপর আবেদন করুন।
বয়স (As on 01-01-2023)
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী। আরও বয়সের বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
যোগ্যতা
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.SC Nursing Course করা থাকলে আবেদন করতে পারবেন।
আরও শিক্ষাগত যোগ্যতার বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
শূন্যপদের বিন্যাস
মোট শূন্যপদ : ৩০ টি। (UR- 15, SC-7, ST-2, OBC-6)
আরওশূন্যপদের বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Chief Municipal Health Office, Kolkata Municipal Corporation CMO Bldg,5,S.N. Banarjee Road, Kolkata-700013
গুরুত্বপূর্ন তারিখগুলো
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ, ২০২৩
- Official Website : Click Here
- More Details : Click Here
- Official Notification : Click Here