Nehru Yuva Kendra Sangathan Recruitment 2021
NYKS Recruitment 2021: বিরাট সুখবর রাজ্যজুড়ে চাকরি প্রার্থীদের জন্য। ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জেলার প্রতিটি ব্লক এলাকায়। নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা Nehru Yuva Kendra Sangathan, মাধ্যমিক পাশ পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইন এবং অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই সমন্ধে বিস্তারিত নিচে দেওয়া হল।
Nehru Yuva Kendra Sangathan Recruitment 2021NYKS Volunteer 2021 : মোট শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা 13206 টি। গোটা দেশজুড়ে প্রতিটি রাজ্যের জেলাগুলিতে এই কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ সংস্থা। মোট 623 টি Nehru Yuva Kendra Sangathan -এর প্রতিটি ব্লকে 2 জন করে কর্মী নিয়োগ করবে।
NYKS Volunteer 2021 : শিক্ষাগত যোগ্যতা
NYKS Volunteer পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল।
NYKS Volunteer 2021 : বয়স
NYKS Volunteer পদে আবেদন করার জন্য 1 এপ্রিল, 2021 তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে।
NYKS Volunteer 2021 : চাকরির সময়কাল
NYKS Volunteer নিয়োগ করবে চুক্তিভিত্তিক ভাবে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য এই কর্মী নিয়োগ করবে। সময়কাল হবে 1 এপ্রিল, 2021 তারিখ থেকে 31 মার্চ, 2022 সাল পর্যন্ত।
NYKS Volunteer 2021 : কিভাবে আবেদন করবেন ? আবেদন পদ্ধতি
NYKS Volunteer পদে আবেদন করা যাবে অফলাইন এবং অনলাইনেই মাধ্যমে। www.nyks.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করলে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ জেলার ‘NYKS’ -এর জেলা অফিসের ঠিকানায় পাঠাতে হবে। তবে আমাদের সাজেশন আগ্রহী প্রার্থীদের কাছে অনলাইন আবেদন করার জন্য। অনলাইনে আপনারা নিজেরাই বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 20 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।
* NYKS Volunteer ইন্টারভিউ হবে 25 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ, 2021 তারিখ পর্যন্ত।
* NYKS Volunteer পাদের ইন্টারভিউ শেষ হবার এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। NYKS Volunteer Interview Result Date 15 March, 2021. পাশাপাশি ফলাফল প্রকাশিত 15 দিনের মধ্যে অর্থাৎ 1 এপ্রিল, 2021 তারিখ থেকে সফল প্রার্থীরা কাজে যোগদান করতে পারবেন।
অনলাইন আবেদন করার জন্য ক্লিক করুন : Click Here
Official Website & Notification জন্য ক্লিক করুন : https://nyks.nic.in/
Note : মনেরাখবেন আমরা এই বিভাগের সাথে কোনওরকম ভাবে যুক্ত না। আপনারা আবেদন করার আগে অবশ্যই বিবেচনা করে এবং সমস্ত কিছু জেনে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন এবং আপডেট দেখে আবেদন করুন। আমাদের কাজ আপনাদের সামনে তথ্য গুলো তুলে ধরা। আমাদের ওয়েবসাইট এ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে পেজ টি আপনার পরিচিত সবার সামনে শেয়ার করুন এবং তাদেরও জানিয়ে দিন।