WEST BENGAL POLICE RECRUITMENT 2020-2021
দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। শেষ পর্যন্ত কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। যেসব প্রার্থীরা পুলিশ বিভাগে কাজ করার জন্য আগ্রহী, তাদের জন্য বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 7 হাজার 440 শূন্যপদে কনস্টেবল এবং 1 হাজার 192 শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়স ও শিক্ষাগত যোগত্যা সহ বিস্তারিত নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের শূন্যপদ
WEST BENGAL POLICE RECRUITMENT : কনস্টেবল পদের শূন্যপদ
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে শূন্য পদের সংখ্যা 7440 টি (UR- 2640, UR E.C.- 1280, SC- 1120, SC E.C.- 560, ST- 320, ST E.C.- 160, OBC A- 560, OBC-A E.C.- 240, OBC B- 400, OBC-B E.C.- 160)
WEST BENGAL POLICE RECRUITMENT : লেডি কনস্টেবল পদের শূন্যপদ
পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে শূন্য পদের সংখ্যা 1192 টি (UR- 423, UR E.C.- 205, SC- 179, SC E.C.- 90, ST- 51, ST E.C.- 26, OBC A- 90, OBC-A E.C.- 38, OBC B- 64, OBC-B E.C.- 26)
WEST BENGAL POLICE RECRUITMENT : শিক্ষাগত যোগ্যতা
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা সমতুল। উল্লেখ্য, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে না জানলেও আবেদন করা যাবে বা আবেদন করতে পারবেন।
WEST BENGAL POLICE RECRUITMENT : AGE LIMIT (বয়স)
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। SC/ ST শ্রেণীভূক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 5 বছরের ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 3 বছরের ছাড় পাবেন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন। অফিসিয়াল নোটিফিকেশনের লিংক নিচে দেওয়া হয়েছে।
WEST BENGAL POLICE RECRUITMENT : শারীরিক যোগ্যতা
পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা
1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, এবং ছাতি হতে হবে 78 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণ করার ক্ষমতা থাকতে হবে।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণ করার ক্ষমতা থাকতে হবে।
লেডি কনস্টেবল পদে শারীরিক যোগ্যতা
1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 49 কেজি।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি। ওজন হতে হবে 45 কেজি।
পুলিশ কনস্টেবল দৌড়
কনস্টেবল পদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে।
লেডি কনস্টেবল দৌড়
লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট এর মধ্যে